জনসংখ্যাকে জনসম্পদ বানাতে সহায়তা কামনা রওশনের


প্রকাশিত: ১১:০৩ এএম, ১৩ আগস্ট ২০১৫

বাংলাদেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে ইউএনডিপি’র সহায়তা কামনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

বৃহস্পতিবার সকালে সংসদ ভবনস্থ কার্যালয়ে বিরোধী দলের নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি ও সমন্বয়কারী রবার্ট ডি. ওয়াট কিন্স সৌজন্য সাক্ষাতে এলে এ সহায়তা কামনা করেন রওশন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির ফখরুল ইমাম এমপি, হুইপ নূরুল ইসলাম ওমর এমপি, নূর-ই-হাসনা লিলি চৌধুরী এমপি, সালাহউদ্দিন আহমেদ মুক্তি এমপি প্রমুখ।

রওশন এরশাদ আরো বলেন, বাংলাদেশ যেভাবে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে তাতে ২০২১ সালের পূর্বেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে। আর এ ক্ষেত্রে ইউএনডিপিসহ সকল বন্ধু প্রতিম রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাদের সহায়তা থাকলে তা আরো সহজতর হবে।   

তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রকে সুসংগঠিত করার ক্ষেত্রে সংসদ সদস্যদের প্রশিক্ষণ দরকার। আর ইউএনডিপি সংসদ সদস্যদের প্রশিক্ষণ দানের মাধ্যমে তা বাস্তবায়ন করতে পারে।

এক প্রশ্নের উত্তরে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি বলেন, ইউএনডিপি সংসদীয় গণতন্ত্রকে সুসংগঠিত করার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও বেশি প্রশিক্ষণ দানের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, বাংলাদেশের জনগণকে যথাযথ প্রশিক্ষণদানের মাধ্যমে জনসম্পদে পরিণত করতে ইউএনডিপি সহায়তা করে যাবে।

এইচএস/একে/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।