ছিনতাইকালে যুবককে হাতেনাতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ০২ অক্টোবর ২০১৮
প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁওয়ে মোবাইল ছিনতাই করার সময় মো. খোকন ওরফে পাঠা খোকন (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে খিলগাঁও আইডিয়াল স্কুলের সামনে থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

এক বার্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, মো. নুরে আলম নামে এক ব্যক্তির মোবাইল ছিনতাইয়ের সময় তাকে হাতেনাতে গ্রেফতার করেছে খিলগাঁও থানার পুলিশ। পরে তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাকু ও ছিনতাইকৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বার্তায় আরও উল্লেখ করা হয়েছে গ্রেফতারকৃত খোকনের বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী থানার উত্তর চরখালী গ্রামে। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করা হয়েছে।

এআর/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।