অপরাধীরা আইনের ঊর্ধ্বে থেকে যাচ্ছে : ড. মিজানুর
দেশে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে রাজনৈতিক দলের হয়ে যত বড়ই অপরাধ করা হোক না কেন অপরাধীরা আইনের ঊর্ধ্বে থেকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান খান। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত নাগরিক সমাজ আয়োজিত ‘পৈশাচিকতা বন্ধে নাগরিক দায়িত্ব’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মিজানুর রহমান বলেন, আপনি যদি একটি রাজনৈতিক দলের হয়ে অপরাধ করেন তাহলে আপনার কোন বিচার হবে না।এই বিশ্বাসটি যখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন সেই সমাজে পৈশাচিকতা বৃদ্ধি পায়। আর অপরাধীরা আইনের উর্ধ্বে চলে যায়।
তিনি আরো বলেন, সমাজে যে অস্থিরতা দেখা দিয়েছে, তার কারণ আইনের শাসনের ভঙ্গুর অবস্থা। আইনের শাসন সমাজে রয়েছে এটা বিশ্বাস করা এখন যেন কঠিন হয়ে পড়েছে।
শিক্ষা, অফিস, আদালত সব ক্ষেত্রে সামাজিক অস্থিরতা দেখা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সঠিক সময় যথাযত কাজটি আমাদের করা দরকার উল্লেখ করে তিনি বলেন, যখন একজন ব্লগারকে হত্যা করা হয়, তখন প্রশাসনের প্রথম কাজ এর তদন্ত করে অপরাধীদের গ্রেফতার করে বিচার করা। সেখানে যদি প্রশাসন বলে ধর্মকে নিয়ে কটুক্তি করলে ব্যবস্থা নেওয়া হবে এমন মন্তব্যে অপরাধীরা উৎসাহ পাবে।
আলোচনায় সভায় এ সময় আরো উপস্থিত ছিলেন- নাগরিক সমাজের আহ্বায়ক কাজী খলীকুজ্জমান, সদস্য সচিব ম. হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিয়া রহমান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ।
আএসএস/আরএস/পিআর