বৃষ্টিতে ভিজলো রাজধানীর কিছু এলাকা


প্রকাশিত: ০৬:৪৬ এএম, ০৯ অক্টোবর ২০১৪

তীব্র গরমের মাঝে রাজধানীর বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টির দেখা মিলেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় হঠাৎ করেই পল্টন মতিঝিল এলাকায় বৃষ্টি শুরু হয়। একটানা চলে পৌনে ১২টা পর্যন্ত। সামান্য সময়ের জন্য হলেও হালকা বৃষ্টিতে এই মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।

সোমবার ঈদের দিন থেকে প্রচণ্ড গরমে রাজধানীর জনজীবনে চরম অস্বস্তি নেমে আসে। ঈদের পরদিন সন্ধ্যায় কয়েকফোটা বৃষ্টি গাবতলী ও মোহাম্মদপুর এলাকায় দেখা দিলেও তা আরও অস্বস্তিতে ফেলে গরমের প্রচণ্ডতায়।

ঈদের কয়েকদিন আগে থেকেই রাজধানীতে বৃষ্টি না থাকায় এর অপেক্ষায় ছিল মানুষ। বৃহস্পতিবার সকাল থেকেই রোদের মেঘলা আকাশে সূর্যের তাপ গরম আরও বাড়িয়ে দেয়। অবশেষে বৃষ্টির দেখা মেলে রাজধানীর একাংশের মানুষের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।