অস্ত্র-গুলিসহ ছিনতাই মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার শাহ আমানত হাউজিং এলাকা থেকে একটি একনলা বন্দুক ও চারটি গুলিসহ একাধিক ছিনতাই মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বাকলিয়া থানা পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. ইউসুফ ওরফে তুফান (১৯)। তিনি নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকার মৃত ইউনূছের ছেলে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নগরের শাহ আমানত হাউজিং এলাকা থেকে তুফান নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার হাতে থাকা ব্যাডমিন্টন র্যাকেটের ব্যাগ থেকে দেশীয় একটি একনলা বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়। গ্রেফতার তুফানের বিরুদ্ধে বাকলিয়াসহ নগরীর বিভিন্ন থানায় কয়েকটি ছিনতাই মামলা আছে।’

আবু আজাদ/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।