বাসের ধাক্কায় প্রাণ গেল একাত্তর টিভি কর্মকর্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮

রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেছে আনোয়ার হোসেন নামে এক মোটরসাইকেল আরোহীর। তিনি একাত্তর টেলিভিশনের মার্কেটিং বিভাগের কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শনিবার সকালে জাহাঙ্গীর গেটের সামনে ভিআইপি পরিবহনের একটি বাস তাদেরকে ধাক্কা দেয়। পরে আশপাশের লোকজন গুরুতর অবস্থায় দুই জনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আনোয়ার হোসেনের মৃত্যু হয়।

একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাদিয়া শারমিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Cng

তিনি জানান, গুরুতর আহতাবস্থায় আনোয়ার হোসেনসহ আরও একজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। এ সময় চিকিৎসকরা আনোয়ার হোসেনকে দুই ব্যাগ রক্ত দেয়ার পরামর্শ দেন। দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মোহাম্মদ শামীম জাগো নিউজকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাহাঙ্গীর গেটের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে দুইজন গুরুতর আহত হন। তারা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আছে বলে জানি। ঘাতক চালককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এআর/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।