দাবি আদায়ে বাংলাদেশ শিক্ষক সমিতির কর্মসূচি ঘোষণা


প্রকাশিত: ০৬:৫৮ এএম, ১৩ আগস্ট ২০১৫

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেলের অন্তর্ভূক্তকরণ, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও সরকারি বিধি মোতাবেক স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে অবিলম্বে এমপিওভূক্ত করণের দাবিতে  কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানবন্ধনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

মানববন্ধনে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি এম এ আউয়াল সিদ্দিকী তিন দফা দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি সম্পর্কে তিনি জানান, আগামী ১৬ থেকে ২০ আগস্ট পর্যন্ত সংশ্লিষ্টদের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময় করবো। আগামী ২৩ আগস্ট সারাদেশে জেলা সদরে শিক্ষক কর্মচারী সমাবেশ ও বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রীর নিকট স্বারকলিপি প্রদান করা হবে।

পাশাপাশি আগামী তিন সেপ্টেম্বর সারাদেশে বিভাগীয় পর্যায়ে শিক্ষক কর্মচারী সমাবেশ বিক্ষোভ মিছিল এবং ১৭ সেপ্টেম্বর ঢাকায় সকাল ১১টায় জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বিলকিস জামান, সহ-সভাপতি সমরেন্দ্র নাথ রায়, শাহে আলম, অধ্যক্ষ ফজলুল হক খান প্রমুখ।

আএসএস/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।