বাংলাদেশ থেকে পাচার হওয়া পাখি ভারতে জব্দ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:২০ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮

ভারতের দমদম বিমানবন্দর থেকে ৩৮টি বিদেশি পাখিসহ পাচারকারী চক্রকে আটক করেছে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) কর্মীরা । পাখিগুলো বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসা হয়। কার্গো বিমানে করে আসা ওই পাখিগুলো বৃহস্পতিবার হায়দরাবাদের পাচার করার কথা ছিল বলে জানা গেছে।

ডিআরআইয়ের এক পদস্থ কর্মকর্তা জানান, চারটি বড় বক্সে জাভা স্প্যারো, স্টার ফিঞ্চেজ, গোল্ডেন ফিঞ্চেজ, ককাটিয়েল এবং আরাক্যারিসহ মোট ৩৮টি বিদেশি পাখি পাচার করা হচ্ছিল। জব্দের পর পাখিগুলো আলিপুর চিড়িয়াখানার দেওয়া হয়েছে। প্রতিটি পাখিই বিদেশি। আরাক্যারি মূলত পাওয়া যায় দক্ষিণ আমেরিকার দেশে। ফিঞ্চেজ আর ককাটিয়েল পাওয়া যায় অস্ট্রেলিয়া মহাদেশে। জাভা স্প্যারো ইন্দোনেশিয়ার পাখি। পাখিগুলো বেআইনিভাবে এ দেশে আনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি।

এডিনএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।