চামড়া শিল্পে ওভারটাইম আরও ৬ মাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮

আরও ছয়মাস শতভাগ রফতানিমুখী চামড়াপণ্য শিল্প প্রতিষ্ঠানের শ্রমিককে দিয়ে একদিনে সর্বোচ্চ চার ঘণ্টা অতিরিক্ত কাজ (ওভারটাইম) করানো যাবে।

অতিরিক্ত সময় কাজের জন্য শ্রমিককে নিয়মানুযায়ী সাধারণ হারের দ্বিগুণ হারে ভাতা দিতে হবে।

গত ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চামড়াপণ্য শিল্প প্রতিষ্ঠানে এ বিধান বহাল রয়েছে। তবে এটি ১ অক্টোবর থেকে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সম্প্রতি আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, শ্রম আইন ২০০৬-এর ১০০, ১০২ ও ১০৫ ধারা থেকে আগামী ছয় মাসের জন্য চামড়া শিল্প প্রতিষ্ঠানকে অব্যাহতি দেয়া হয়েছে।

এ ধারাগুলো (১০০, ১০২ ও ১০৫) অনুযায়ী শ্রমিকদের দিয়ে দৈনিক আট ঘণ্টার বেশি কাজ করানো যায় না। কোনো কোনো ক্ষেত্রে তা ১০ ঘণ্টা পর্যন্ত হতে পারে। সাপ্তাহিক হিসাবে সেটি ৪৮ ঘণ্টা, তবে মোট ৬০ ঘণ্টার বেশি হবে না। আবার বার্ষিক হিসাবে গড়ে সাপ্তাহিক ৫৬ ঘণ্টার বেশি হবে না।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব এটিএম সাইফুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, প্রত্যেক শ্রমিককে পর্যায়ক্রমে প্রতি সপ্তাহে একদিন করে সাপ্তাহিক ছুটি দিতে হবে। বাংলাদেশ শ্রম আইন-২০০৬ ও শ্রম বিধিমালা-২০১৫ এর বিধি-বিধান অনুসরণ করতে হবে।

বিদেশি ক্রেতাদের কাছে পণ্য সরবরাহের জন্য মালিকদের অনুরোধে ওভারটাইমের সময় বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

আরএমএম/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।