সৌদিতে হজ কাউন্সিলর ও কনসাল প্রত্যাহার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৫৯ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮

সৌদি আরবে প্রেষণে কর্মরত কাউন্সিলর (হজ) মুহাম্মদ মাকসুদুর রহমান ও কনসাল (হজ) মো. আবুল হাসানকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনার স্বার্থে প্রশাসনিক কারণে তাদের প্রত্যাহার করা হচ্ছে বলে ধর্ম মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

গত সোমবার (২৪ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব জিয়াউদ্দিন ভূঁঞা স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মনোনীত কর্মকর্তার কাছে কাউন্সিলর (হজ) ও কনসাল (হজ) দায়িত্বভার অর্পণ করে আগামী ১৫ দিনের মধ্যে দেশে প্রত্যাবর্তন করবেন।

জনস্বার্থে এ আদেশ জারি হলো বলে উল্লেখ করা হয়।

এমইউ/এমবিআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।