জরুরি অবতরণের ঘটনায় তদন্ত কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮

কক্সবাজারগামী ইউএস-বাংলার বিএস-১৪১ ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের ঘটনায় চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সিভিল এভিয়েশনের (বেবিচক) ‘এক্সিডেন্ট ইনভেস্টিগেশন গ্রুপ অব বাংলাদেশের’ (এএআইজি-বিডি) প্রধান ক্যাপ্টেন সালাহউদ্দিন এম রহমতুল্লাহকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটির প্রধান বাকি তিন সদস্য নির্বাচন করবেন। ইউএস-বাংলার নোজ গিয়ার না খোলায় কক্সবাজার অবতরণ না করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা হয়। কী কারণে এটি হয়েছে এর কারণ অনুসন্ধান করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

উল্লেখ, বুধবার দুপুরে কক্সবাজারে অবতরণ করতে না পেরে চট্টগ্রামের শাহ্ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে ইউএস-বাংলার ফ্লাইটটি। এতে ১১ শিশুসহ (ইনফ্যান্ট) ১৬৪ যাত্রী ও সাত ক্রু ছিলেন। ইউএস-বাংলার জরুরি অবতরণের পর চট্টগ্রামের শাহ্ আমানত বিমানবন্দরে ফ্লাইট উঠানামা বন্ধ রাখা হয়।

আরএম/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।