মন্ত্রীর কথায় মামলা হবে না : এসকে সিনহা প্রসঙ্গে দুদক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৮ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৮
সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে মামলা হতে পারে- আইনমন্ত্রীর এমন কথায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, মন্ত্রীর কথায় তো মামলা হবে না। মন্ত্রীর কথায় অনুসন্ধানও হবে না। সরকার নিজেরাই বলে স্বাধীন কমিশন। মন্ত্রী তার নিজের কথা বলেছেন। মন্ত্রীর কোনো কথার প্রভাব দুদকে পড়ার কোনো সম্ভাবনা নেই।

সোমবার নিজ কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইকবাল মাহমুদ বলেন, আমরা আপনাদের গ্যারান্টি দিচ্ছি। আমার কথা পরিষ্কার, এভিডেন্স ছাড়া কারও বিরুদ্ধে কোনো অনুসন্ধান হবে না, তদন্তও হবে না।’

কোনো অভিযোগ পেয়েছেন কি না- এমন প্রশ্নে চেয়ারম্যান বলেন, ‘আই হ্যাভ নো কমেন্ট। চার কোটি টাকার যে অনুসন্ধান, তা কবে শেষ হবে আমি বলতে পারব না। টাকাটা কোথায় গেছে, তা আমাদের বের করতে হবে। তদন্ত কর্মকর্তাদের বলা হয়েছে, অনুসন্ধান তাড়াতাড়ি শেষ করতে। তারা সম্ভবত কালকেও গেছে। আজকেও গেছে। ওই টাকা কোথায় গেল, কীভাবে গেল, তা তো জানতে হবে।’

দুদকে চলমান ‘ফারমার্স ব্যাংকের চার কোটি টাকার কেলেঙ্কারি’র তদন্ত প্রসঙ্গে ইকবাল মাহমুদ বলেন, ‘দুজন ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে ঋণ প্রদান ও ঋণের টাকা অন্য কোথাও যাওয়া, সেটার অনুসন্ধান চলছে। সেই চার কোটি টাকার ব্যাপারে আপনারা এক ইঙ্গিত দিয়েছিলেন (যে সেই টাকা সিনহার অ্যাকাউন্টে জমা হয়েছে)। আমরা কিন্তু সে বিষয়ে স্পষ্ট কোনো কিছু বলিনি। তদন্ত চলছে। এখনও এ বিষয়ে বিস্তারিত বলার সময় আসেনি।’

এদিকে গত ২১ সেপ্টেম্বর সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অনুসন্ধান শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছিলেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। তখন তিনি বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করছে দুদক।’

এ প্রসঙ্গে আজ জানতে চাইলে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘দুদকের আইনজীবী তো আমাদের মুখপাত্র না। তিনি আমাদের স্থায়ী উকিলও না। তিনি যে কোনো ব্যক্তির উকিল হতে পারেন, আপনারও হতে পারে। আইনজীবী যেটা বলেছেন, সেটা তার নিজস্ব বক্তব্য। তিনি দেশে নেই, আমি তার কাছে এ বিষয়ে জিজ্ঞাসাও করতে পারছি না।’

বেসিক ব্যাংকের মামলা স্থবির হয়নি জানিয়ে দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘বেসিক ব্যাংকের মামলা স্থবির হয়নি। বেসিক ব্যাংকে কত টাকা জমা হয়েছে আপনারা খবর নিয়ে দেখুন। আপনারা দেখছেন এ আসামি ধরা হচ্ছে না। আবদুল হাই বাচ্চুকে ধরা হচ্ছে না। আপনারা কী জানেন- কত টাকা জমা হয়েছে?’

প্রসঙ্গত, আইনমন্ত্রী আনিসুল হক গতকাল রোববার বিকেলে নারায়ণগঞ্জে জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির অভিষেক ও ডিজিটাল বার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন শেষে বলেন, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ দুদক খতিয়ে দেখছে। দুদক তার বিরুদ্ধে যখন মামলা করবে, তখনই মামলা হবে। সরকার এখানে কোনো হস্তক্ষেপ করবে না।

এমএ/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।