রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৯০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৮
প্রতীকী ছবি

রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে মোট ৯০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গতকাল রোববার সকাল ৬টা থেকে আজ দুপুর ১টা পর্যন্ত ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৯৯৪৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৬১ গ্রাম ১৪৫২ পুরিয়া হেরোইন, ৬ কেজি ২৮০ গ্রাম গাঁজা, ৪৫ বোতল ফেনসিডিল, ৫৯ বোতল ১৫ লিটার দেশি মদ, ৩৩৬ ক্যান বিয়ার ও ১১০ টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা হয়েছে।

অন্যদিকে রাজধানীর কোতোয়ালী থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপি’র চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোতোয়ালী থানায় এই অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা, ২৬০ গ্রাম হেরোইন, ৫৩ বোতল দেশি মদ যা ২৬.৫ লিটার চোলাই মদ ও ২০টি ইঞ্জেকশন উদ্ধার করেছে পুলিশ। সংশ্লিষ্ট থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও ডগ স্কোয়াড এর সম্মিলিত অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয় বলে জানান তিনি।

জেইউ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।