পাকিস্তানে বন্দুক হামলায় ৪ পুলিশ নিহত
পাকিস্তানের করাচিতে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় চার পুলিশ সদস্য নিহত হয়েছে। বুধবার দেশটির জামান শহরের কাছে রাস্তার পাশে একটি হোটেলে দুপুরের খাবারের সময় দুর্বৃত্তরা হামলা চালালে ঘটনাস্থলেই ওই পুলিশ সদস্যরা নিহত হয়। খবর ডন নিউজের।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পুলিশ সদস্যরা জামান শহরের একটি হোটেলে দুপুরের খাবার সাড়ছিলেন। এমন সময় অজ্ঞাত বন্দুকধারীরা তাদের ওপর এলাপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। ফলে ঘটনাস্থলেই পুলিশের একজন এএসআই সহ আরো তিনজন মারা যান।
এ ঘটনার পর হামলাকারীরা পালিয়ে গেছে।
এসঅাইএস/আরআইপি