বিমানবন্দর থেকে ৭০০ মোবাইল, ২২০ স্মার্টওয়াচ আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিথ্যা ঘোষণায় আনা ৭০০ মোবাইল ফোন ২২০ স্মার্টওয়াচ আটক করেছে শুল্ক গোয়েন্দারা। শনিবার দুপুরে ব্যাংকক থেকে থাই এয়ারওয়েকের টিজি-৩২১ ফ্লাইটে এগুলো ঢাকায় আনা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ সহিদুল ইসলাম জানান, শুল্ক গোয়েন্দার কাছে নিশ্চিত গোয়েন্দা তথ্য ছিল যে ওই এয়ারওয়ে বিলে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি করা হয়েছে। বিমানটি অবতরণের পর শুল্ক গোয়েন্দা এয়ারফ্রেইট ইউনিট সেখানে অবস্থান নেয়। পরে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে চালানের ৫৪ কার্টন খুলে ৭০০ পিস এমআই ব্র্যান্ডের মোবাইল ফোন ও ২২০ পিস স্মার্টওয়াচ আটক করা হয়।
তিনি জানান, চালানটির বিলে মোবাইল কিংবা স্মার্টওয়াচ আমদানির ঘোষণা দেয়া হয়নি। আটককৃত পণ্যের শুল্ককরসহ মূল্য আনুমানিক চার কোটি টাকা।
চালানটি পুরানা পল্টনের খন্দকার ট্রেডিং কর্পোরেশনের নামে আনা হয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা।
এআর/এসএইচএস/আরআইপি