বাংলাদেশে তেল সরবরাহ করতে চায় ইরান


প্রকাশিত: ১০:৪৭ এএম, ১২ আগস্ট ২০১৫

বাংলাদেশে তেল সরবরাহে আগ্রহ প্রকাশ করেছে ইরান। পাশাপাশি তেল শোধনাগার রক্ষণাবেক্ষণ, তেল, এলএনজি, সিএনজি রফতানি, বিদ্যুৎ কেন্দ্রের উপকরণসমূহ সরবরাহেও আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে  সাক্ষাৎ করে  ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস বায়ঝি দেনবি এসব আগ্রহের কথা জানান। বুধবার সচিবালয়ে নসরুল হামিদের অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন।

ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশ ও ইরানের পারস্পারিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করে বলেন, বাংলাদেশের সঙ্গে ইরানের রয়েছে রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্ক। এ সম্পর্ক সুদৃঢ় করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে ইরান সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, সহেযোগিতার আরো ক্ষেত্র খুঁজে বের করতে পারস্পরিক প্রতিনিধিদল বিনিময় করা প্রয়োজন। এ সময় রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে জানান, বাংলাদেশ ইরান থেকে তেল আমদানি করলে সে অর্থ ইরান বাংলাদেশেই খরচ করবে বিভিন্নভাবে।   

প্রতিমন্ত্রী, রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভ্রাতৃপ্রতীম দুই মুসলিম দেশ পরস্পরকে সহযোগিতা করলে সকলেরই উপকার হবে, দ্রুত অর্থনৈতিক বিকাশ ঘটবে। এসময় পেট্রো-কেমিকেল ইন্ডাস্ট্রিজ স্থাপনে ইরানের সহযোগিতা চান তিনি  এবং ইরানের তেল সরবরাহের আগ্রহকে স্বাগত জানান।

প্রতিমন্ত্রী বাংলাদেশ থেকে পাট ও পাটজাত দ্রব্যাদি, তৈরি পোশাক, ওষুধ প্রভৃতি আমদানি করার জন্য ইরানকে অনুরোধ জানান। যৌথ বিনিয়োগে ইরানে সার উৎপাদনের বিষয়টিও আলোচনায় স্থান পায়।

এ সময় অন্যান্যের মাঝে জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব মো. নাজিম উদ্দিন ও বাংলাদেশ এলাইড বিজনেস অ্যাসোসিয়েশনের নির্বাহী প্রধান ফারঝিন নিকসেজেল উপিস্থিত ছিলেন।

এমএম/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।