পান্থপথে চার প্রতিষ্ঠানকে জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, মোড়কে মূল্য লেখা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে রাজধানীর পশ্চিম রাজাবাজার, পান্থপথে চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। প্রতিষ্ঠানগুলো হলো : কেপিআর রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, নূর ফার্মেসী, সপ্ত ডিঙ্গা হোটেল এবং সমলিস ফুড।
শনিবার পশ্চিম রাজাবাজার ও পান্থপথ এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪৩ ও ৫১ ধারায় প্রতিষ্ঠানগুলোকে মোট এক লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে কেপিআর রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেকে এক লাখ টাকা, নূর ফার্মেসীকে ৫ হাজার টাকা, সপ্ত ডিঙ্গা হোটেলকে ২০ হাজার এবং সসলিস ফুডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সার্বিক তত্ত্বাবধান করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রনী রায়। আর সার্বিক সহযোগিতা প্রদান করেন এপিবিএন-১ এর সদস্যরা।
এসআই/এসএইচএস/জেআইএম