নিম্নবিত্তদের জন্য সুখবর দিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
স্থানীয় পর্যায়ের নিম্নবিত্ত পরিবারের বসবাসের জন্য প্রতিটি উপজেলায় চার তলা বিশিষ্ট কমপ্লেক্স ভবন তৈরি করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা।
বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এমন তথ্য জানান। `মানুষ মানুষের জন্য` নামের একটি এনজিও এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
তিনি বলেন, কমপ্লেক্স ভবনে ২৭২ টি পরিবার একসঙ্গে বসবাস করতে পারবে। সেখানে গরু, ছাগল, হাস, মুরগি ইত্যাদির খামার করার সুযোগ থাকবে। এই পরিবারগুলোর কর্মসংস্থানের জন্য সরকারি অর্থায়নে খামারগুলো তৈরি করা হবে।
প্রত্যেক ইউনিয়ন থেকে সাধারণ মানুষের তথ্য সংগ্রহের অধিকার রয়েছে এবং সে জন্য ইউনিয়নের ওয়েবসাইটকে তথ্য নির্ভর করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যদি কেউ তথ্য সরবারাহ করতে অস্বীকৃতি জানায় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে।
রাঙ্গা বলেন, সারাদেশে ৪ হাজার ৭০০ জন নির্বাচিত ইউনিয়ন কাউন্সিলর রয়েছে। জনগন চাইলে এই সকল কাউন্সিলরের মাধ্যমেও তথ্য সংগ্রহ করতে পারবে।
গোলটেবিল বৈঠকে আরো উপস্থিত ছিলেন তথ্য কমিশনার গোপাল চন্দ্র সরকার, সংগঠনের প্রজেক্ট সমন্বয়ক দিলরুবা ইয়াসমিন চৌধুরী প্রমুখ।
আএসএস/এসকেডি/এমআরআই