অবশেষে দৌড় দিয়ে বাজিমাত!
বিটিভিতে মাত্র ‘দৌড়’ ধারাবাহিকটি প্রচার হচ্ছে। পরিচালকের মনে হয়েছিলো, থ্রিলার ধাঁচের এ গল্পটিকে আরেকটু এদিক-সেদিক করলেই একটি ভালো সিনেমা হয়ে উঠতে পারে। তখন থেকেই প্রচেষ্টা ছিলো। প্রায় দশ বছরের ভাবনা।
আর প্রকাশ্যে অনেকদিন ধরেই শোনা যাচ্ছিলো ‘দৌড়’ নামে একটি চলচ্চিত্র বানাতে চান নির্মাতা মুরাদ পারভেজ। কিন্তু ব্যাটে-বলে হচ্ছিলো না। অবশেষে দৌড় নির্মিত হতে যাচ্ছে!
আর তারচেয়েও বড় কথা হলো, এই ছবিতে রীতিমত তারকাদের হাট বসিয়ে দিয়ে বাজিমাত করে দিতে যাচ্ছেন পারভেজ। জাগো নিউজকে জানালেন, শাকিব খান, অপু বিশ্বাস, ইন্দ্রনীল সেনগুপ্ত ও সোহানা সাবাকে জুটিবদ্ধ করে ছবিটি বানাতে চলেছেন তিনি।
এখানেই শেষ নয়, চরিত্র-তালিকায় আরো আছে ইরেশ যাকের, তুষার খান ও কলকাতার রজতাভ দত্তের মতো জনপ্রিয় তারকাদের নাম।
মুরাদ পারভেজ আরো জানালেন, শিগগিরই ছবিটির দৃশ্যধারণ শুরু হবে। বাংলাদেশেই হবে পুরো কাজ। শুধু গানের দৃশ্যধারণের জন্য দেশের বাইরে যাওয়া হতে পারে।
এলএ/এমআরআই