দেশে ফিরেছেন লক্ষাধিক হাজি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:৫৯ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৮
ফাইল ছবি

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন এক লাখেরও বেশি হাজি। বৃহস্পতিবার পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২৮টি ও সৌদি এয়ারলাইন্সের ১৫৪টিসহ মোট ২৮২টি ফ্লাইটে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৪৩ জন হাজি দেশে ফেরেন।

গত ২৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ২৬ সেপ্টেম্বর।

চলতি বছর হজ পালনে গিয়ে সর্বমোট ১৩৯ জন হজযাত্রী মারা গেছেন। তার মধ্যে পুরুষ ১১৮ জন ও নারী ২১ জন।

১৩৯ জনের মধ্যে মক্কায় মারা গেছেন ৮৪ জন, মদিনায় ২২ জন, জেদ্দায় ৫ জন, মিনায় ১৮ জন ও আরাফায় ১০জন।

সর্বশেষ গত ১৮ সেপ্টেম্বর চাঁদপুর জেলার মো. জৈন উদ্দিন প্রধান (৬৮) পবিত্র মদিনা আল মুনাওয়ারায় মারা গেছেন। তার পাসপোর্ট নম্বর- বিকিউ ০৮২৭০২৯।

এমইউ/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।