শাকিলের বাংলাদেশি পরিচয় স্পষ্ট নয় : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ০৮ অক্টোবর ২০১৪

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণে নিহত শাকিল আহমেদ বাংলাদেশের নাগরিক কিনা- সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার দুপুর ২টার দিকে সচিবালয়ে নিজ দফতরে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণে নিহত শাকিল আহমেদ বাংলাদেশের নাগরিক কিনা- সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ভারতের এক সাংবাদিক ফোন করে বিষয়টি জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেছেন, ভারত কিংবা বাংলাদেশ বলে কথা নয়, জঙ্গি কার্যক্রম যারা চালানোর অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। ভারত সরকারও জঙ্গিবিরোধী কার্যক্রমে সোচ্চার। সেক্ষেত্রে বাংলাদেশ ভারতকে সহায়তা করবে। বর্ধমানে বিস্ফোরণে নিহত শাকিল বাংলাদেশের নাগরিক কিনা- তা এখানও নিশ্চিত হওয়া যায়নি। শাকিলের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থা সিইডির বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলো সংবাদ প্রকাশ করেছে, বর্ধমান বিস্ফোরণে নিহত শাকিল আহমেদ বাংলাদেশের নাগরিক। কয়েক বছর আগে সে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গ প্রবেশ করে। শাকিলের বাড়ি বাংলাদেশের ঠিক কোথায়, সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য তাদের হাতে নেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।