দুদকের মামলায় শ্যোন অ্যারেস্ট মুফতি ইজাহার


প্রকাশিত: ০৮:৫৬ এএম, ১২ আগস্ট ২০১৫

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় হেফাজত নেতা মুফতি ইজাহারুল ইসলামকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধবার শুনানি শেষে আদালত শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এসময় ইজাহারকে তার বিরুদ্ধে গঠন করা অভিযোগ পড়ে শোনানো হয়।  এরপর দুদকের নোটিশ জারিকারক এএসআই মিজানুর রহমান ও এএসআই লিয়াকত আলীর সাক্ষ্য নেন আদালত। সাক্ষ্য শেষে তাদের জেরা করেন ইজাহারের আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সাত্তার।

বিশেষ জজ আদালতের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, আদালত শ্যোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করেছেন।  চার্জ শুনানির সময় ইজাহার উপস্থিত ছিলেন না।  সে জন্য তাকে অভিযোগ পড়ে শোনানো হয়েছে।  

উল্লেখ্য, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগ থাকায় বিবরণী জমা দিতে মুফতি ইজাহারকে ২০১৩ সালের ৪ জুলাই নোটিশ ইস্যু করা হয়।  কিন্তু তিনি নোটিশ গ্রহণ না করায় ৭ জুলাই দুদকের কর্মকর্তারা লালখান বাজারে ইজাহারের প্রতিষ্ঠিত জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় সেটি টাঙিয়ে দেন।  দুদকের নোটিশের জবাব না দেয়ায় একই বছরের ১৭ সেপ্টেম্বর নগরীর খুলশী থানায় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ধারায় মামলা করেন দুদক চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক সিরাজুল হক।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।