সাংবাদিক কাফির ছোট ভাইয়ের মৃত্যুতে রিপনের শোক


প্রকাশিত: ০৮:৪৮ এএম, ১২ আগস্ট ২০১৫

‘দৈনিক মানবজমিন’ পত্রিকার সিনিয়র রিপোর্টার কাফি কামালের ছোট ভাই মোহাম্মদ হামিদ উল্লাহ(৩১) মঙ্গলবার  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা যান। হামিদ উল্লাহ’র অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি’র মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

বুধবার বিএনপির সহ-দফতর সম্পাদক মো: আব্দুল লতিফ জনি প্রেরিত এক শোক বার্তায় ড. আসাদুজ্জামান রিপন বলেন, হামিদ উল্লাহ’র মৃত্যুতে তার পরিবার ও এলাকাবাসীর ন্যায় আমিও গভীরভাবে মর্মাহত।
 
বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন মরহুম মোহাম্মদ হামিদ উল্লাহ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

এমএম/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।