ট্যানারিতে দূষিত ধলেশ্বরী : বৈঠকে বসছে টাস্কফোর্স

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৩ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৮

সাভার ট্যানারি শিল্প নগরীতে আধুনিক কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) সঠিকভাবে স্থাপিত না হওয়ায় এর বর্জ্য ধলেশ্বরী নদীকে দূষিত করছে। তাই এ নদীর দূষণ রোধে শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে ‘নদীর দূষণ রোধ নাব্যতা বৃদ্ধি সংক্রান্ত টাস্কফোর্স’ শিগগিরই বৈঠকে বসবেন বলে জানিয়েছেন নৌমন্ত্রী ও টাস্কফোর্সের সভাপতি শাজাহান খান।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে টাস্কফোর্সের ৩৮তম সভা শেষে তিনি এ কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, ‘সাভারে যে ট্যানারি স্থানান্তরিত হয়েছে। সেটি যেভাবে স্থাপিত হওয়ার কথা সেভাবে হয়নি। বিশেষ করে সিইপিটি সঠিকভাবে স্থাপিত হয়নি। এ ছাড়া শিল্পকারখানার বর্জ্য যথাযথভাবে ব্যবস্থা করার কথা থাকলেও সেভাবে করা হয়নি বলে দেখা গেছে।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে খুব শিগগিরই শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে বসা হবে। আলোচনা করে একটা সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করতে চাই। কারণ সেখানে অনেকগুলো ট্যানারি স্থাপিত হবে। সে কারণে দ্বিতীয় সিইপিটির কাজ শুরু না হলে ধলেশ্বরী নদী দূষিত হবে। সে জন্যই আমরা এ ব্যাপারে কার্যক্রম শুরু করেছি।’

সূত্র জানায়, সাভারের ট্যানারি শিল্প নগরে আধুনিক কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) চালু না হওয়ায় নতুন শিল্প বর্জ্য তীব্রভাবে দূষণ করছে পার্শ্ববর্তী ধলেশ্বরীকে। এ জন্য বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ইতোমধ্যে অভিযোগ তুলেছে। এলাকাবাসী বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ও প্রতিবাদ কর্মসূচি দিয়ে দূষণের প্রতিবাদ জানিয়ে আসছে।

এমইউএইচ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।