বন্ধ কারখানা খুলতে পোশাক শিল্প শ্রমিক লীগের কর্মসূচি ঘোষণা
আশুলিয়া শিল্প অঞ্চলের জামপাড়ায় অর্ডিনাল ফ্যাশন লিমিটেড কারখানাটি ১৬ আগষ্টের মধ্যে খুলে না দিলে ১৭ আগষ্ট থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ। বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, গত ১লা আগস্ট কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ না করে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। ফলে কারখানাটিতে কাজ করা প্রায় সাড়ে তিনশ শ্রমিক মানবেতর জীবন জাপন করছেন। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দাবি আদায়ে প্রয়োজনে কারখানা মালিকের বাড়ী, কলকারখানা অধিদফতর ও শ্রম মন্ত্রণালয় ঘেরাও করা হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা জেড এম কামরুল আনাম, মরিয়ম আক্তার, সারওয়ার হোসেন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
আএসএস/এএইচ/পিআর