চীনে কয়লা খনি দুর্ঘটনায় নিহত ১০


প্রকাশিত: ০৭:৩৭ এএম, ১২ আগস্ট ২০১৫

চীনে মঙ্গলবার রাতে কয়লা খনি দুর্ঘটনায় ১০ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গুইঝু প্রদেশের পুয়ান কাউন্টি কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে জানায়, খনির ৫৬ শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। খনিতে আরও কোনো শ্রমিক আটকা আছে কিনা তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় এখনো উদ্ধারকাজ অব্যাহত আছে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার রাতের ওই খনি দুর্ঘটনার কোনো কারণ এখন জানা যায়নি। তবে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া নিউজ অ্যাজেন্সি জানিয়েছে, গ্যাস বিস্ফোরণের কারণে ওই দুর্ঘটনা ঘটেছে।

এসঅাইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।