১৯ খ্রীষ্টানকে ছেড়ে দিয়েছে আইএস


প্রকাশিত: ০৭:১৩ এএম, ১২ আগস্ট ২০১৫

সিরিয়ার উত্তরাঞ্চলীয় একটি গ্রাম থেকে অপহরণ করা ১৯ খ্রীষ্টানকে ছেড়ে দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। চলতি বছরের শুরুর দিকে কুর্দির কয়েকটি গ্রামে হামলা চালিয়ে দুই শতাধিক অ্যাসিরীয় খ্রীষ্টানকে অপহরণ করেছিল আইএস জঙ্গিরা।

মঙ্গলবার সিরিয়ার একটি মানবাধিকার সংস্থার বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আইএস জঙ্গিদের হাতে আরো কতজন খ্রীষ্টান জিম্মি রয়েছেন তা জানা যায়নি। তবে এখনও দেড় শতাধিক খ্রীষ্টানকে আইএস আটকে রেখেছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যভিত্তিক সিরীয় মানবাধিকার সংস্থার পরিচালক রামি আবদুল রহমান।

এসঅাইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।