প্রতিবন্ধীদের জন্য ১ শতাংশ কোটা সংরক্ষণের সুপারিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৮

সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ কোটা সংরক্ষণ নিশ্চিত করতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ ব্যাপারে মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ নিতে সুপারিশ করা হয়।

বিশেষ সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীদের জন্য প্রণীত শিশু ও প্রতিবন্ধী আইনে প্রদত্ত সুবিধার প্রতিফলন ঘটাতে এ সুপারিশ করা হয়।

বুধবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩৬তম বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে মেধার ভিত্তিতে নিয়োগের নিয়ম চালু করতে সোমবার প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করে কমিটি। এর এক দিন পরই সংসদীয় কমিটির এ সুপারিশ করল।

বৈঠকে গাজীপুরের নারী, শিশু ও কিশোরীদের নিরাপদ আবাসন কেন্দ্রের (সেফ হোম) নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয় এবং সেফ হোমের নিরাপত্তা আরও জোরদারের পাশাপাশি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মনিটরিংয়ের সুপারিশ করা হয়।

বৈঠকে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের জীবনমান উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। এ সময় বৈঠকে জানানো হয় যে, বর্তমানে দেশে হিজড়ার সংখ্যা প্রায় ১১ হাজার। কমিটি হিজড়াদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে তাদের শিশুদের উপযুক্ত শিক্ষা, যুবা হিজড়াদের প্রশিক্ষণের ব্যবস্থা, প্রশিক্ষিতদের আর্থিক সহায়তা, প্রবীণ হিজড়াদের বিশেষ ভাতার ব্যবস্থা এবং পৈত্রিক সম্পত্তির ন্যায্য হিস্যা পাওয়ার পথকে সুগম করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেন এমপি বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, মনোরঞ্জন শীল গোপাল, মো. হাবিবে মিল্লাত, শেখ হাফিজুর রহমান, মো. আব্দুল মতিন, লুৎফা তাহের এবং সৈয়দা সায়রা মহসীন অংশ নেন।

এইচএস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।