হিরানিকে দেখতে হাসপাতালে আমির


প্রকাশিত: ০৭:০৪ এএম, ১২ আগস্ট ২০১৫

বাইক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলিউডের জনপ্রিয় পরিচালক রাজকুমার হিরানি। চিকিৎসকরা জানিয়েছেন, আঘাত গুরুতর নয়। চিকিৎসা আর বিশ্রামে সব ঠিক হয়ে যাবে।

অসুস্থ হিরানিকে দেখতে বান্দ্রার লীলাবতী হাসপাতালে গিয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। আমির তাকে দেখে টুুইটে জানিয়েছেন, ভালো আছেন হিরানি।

জানা গিয়েছে, ‘পিকে’র পরিচালকের এক কর্মী নতুন একটি বাইক কিনেছিলেন। ওই কর্মী হিরানিকে বাইকটি চালিয়ে দেখার কথা বলেন। ৫২ বছরের পরিচালক বাইকটি চালাতে শুরু করেন। ধীরেই চালাচ্ছিলেন তিনি। কিন্তু বাইকের ওজন সামলাতে না পেরে পড়ে যান ‘থ্রি ইডিয়টস’র পরিচালক। জানা গিয়েছে তাঁর চোয়ালে আঘাত লেগেছে। থুতনি কেটে গিয়েছে। ‘মুন্নাভাই এমবিবিএস’ নির্মাতার অস্ত্রোপচার করা হয়েছে।

এক আত্মীয় জানিয়েছেন, হিরানিকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চোট তেমন গুরুতর নয়। ভালোই আছেন তিনি। বুধবার তাকে ছেড়ে দেওয়া হবে জানা গেছে।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।