পুলিশ সদস্যদের প্রধানমন্ত্রীর ধন্যবাদ
পবিত্র ঈদ-উল-আযহা ও দুর্গাপূজায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার পুলিশ হেডকোয়ার্টার এর জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী পবিত্র ঈদ-উল-আযহার দিন সকালে গণভবনে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে পুলিশের আইজিপি হাসান মাহমুদ খন্দকারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নিকট এ সন্তুষ্টির কথা জানান।
বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ঈদ এবং দুর্গাপূজায় পুলিশ সদস্যরা আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। এছাড়া ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত এবং যানবাহন চলাচল সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে অক্লান্ত পরিশ্রম করেছে পুলিশ বাহিনী।
আর এ জন্য তিনি আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ পুলিশের সকল স্তরের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।
শুভেচ্ছা বিনিময়কালে অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুল হক, র্যাবের মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।