সিরিয়ায় তিন শহরে ৪৮ ঘণ্টার অস্ত্রবিরতি


প্রকাশিত: ০৬:৪৭ এএম, ১২ আগস্ট ২০১৫

সিরিয়ায় সরকারপন্থী বাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী দেশটির তিনটি শহরে ৪৮ ঘণ্টার জন্য অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৯টা থেকে ওই অস্ত্রবিরতি কার্যকর হবে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির লেবানন সীমান্তে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা জাবাদানি শহর এবং ইদলিব প্রদেশের সেনাবাহিনীর  নিয়ন্ত্রণে থাকা ফুয়া ও কাফরায়া শহরে দুই দিনের এই অস্ত্রবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে।

বিদ্রোহীদের জোট আল-নুসরা ফ্রন্ট এবং লেবাননভিত্তিক সংগঠন হিজবুল্লাহ এই অস্ত্রবিরতির চুক্তিতে সম্মত হয়েছে। লেবাননভিত্তিক হিজবুল্লাহ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিত্র সংগঠন।



সিরিয়ায় এর আগের বেশ কয়েকবার সংক্ষিপ্ত অস্ত্র বিরতি চুক্তি হয়েছে। এসব চুক্তি করা হয় মূলত ওই সব এলাকায় বিভিন্ন ধরনের খাদ্য এবং ওষুধ সহায়তা পাঠানোর জন্য। বিদ্রোহীদের মোকাবেলার জন্য সিরিয়ার সরকারপন্থী বাহিনী বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে বলে দেশটির সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ২০১১ সালে বিদ্রোহ শুরু হয়। এরপর থেকে এখন পর্যন্ত দুই লাখ ৩০ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়া দেশটির অন্তত এক কোটি ১৫ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

এসঅাইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।