আজকের জোকস : ১২ আগস্ট ২০১৫

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৬:১৭ এএম, ১২ আগস্ট ২০১৫

প্রেমিকার কাছে প্রেমিকের আবেদনপত্র :
বরাবর,
জান
বিষয় : ডেটিং-এ গিয়ে কম খাওয়ার জন্য আবেদন ।
জানু, বিনীত নিবেদন, এইযে আমি তোমার বর্তমান একজন দরিদ্র প্রেমিক। আমার বাবা একজন সামান্য সরকারি কর্মচারী। ঘরে প্রেম করার যোগ্য আরও একটি ছোট ভাই আছে। তাই আমরা দুই ভাই যদি একই হারে আব্বাজানের পকেট মারি তাহলে ধরা খাওয়ার বিশাল আশঙ্কা আছে এবং যদি একবার ধরা পড়ি  তাহলে আমরা দুজনই ব্যাপক প্যাঁদানির সম্মুখীন হবো! এমন অবস্থায় তুমি ডেটিং-এ গেলে যে হারে ভোজন করতে থাকো তাতে আমি কেন, বিল গেটসের ছেলেরও ক্রেডিট কার্ডে লাল বাত্তি জ্বলে উঠবে!
অতএব জান, তোমার নিকট আকুল আবেদন এই যে, আমার এবং আমার আব্বাজানের পকেটের কথা চিন্তা করে  তুমি একটু ডায়েট কন্ট্রোল করার চেষ্টা করো।
নিবেদক,
তোমারই পল্টু

***
তিনটি পোল্ট্রি ফার্মের মালিককে পুলিশ ধরে নিয়ে এলো।
ইন্সপেক্টর : মুরগিকে কী খাবার দাও?
১ম মালিক : স্যার আমি মুরগিকে ভুষি খাওয়াই।
ইন্সপেক্টর : ভুল খাবার। একে এরেস্ট করো।
২য় মালিক : আমি মুরগিকে চাল খাওয়াই স্যার।
ইন্সপেক্টর : তুমিও ভুল খাবার দাও। ওকেও এরেস্ট করো।
৩য় মালিক দেখলো ঘোর বিপদ। তাই সে বলল, `আমি তো সব মুরগিকে ১০ টাকা করে দিয়ে দেই, যার যা ইচ্ছা দোকান থেকে গিয়ে খেয়ে আসে।`

***
বল্টু : হ্যালো, ইন্সপেক্টর সাব। ফোন করে আমাকে এক ব্যক্তি বারবার হুমকি দিচ্ছে!
ইন্সপেক্টর : কে হুমকি দিচ্ছে? কী বলছে?
বল্টু : টেলিফোন অফিস থেকে হুমকি দিচ্ছে। বলছে ১৫ তারিখের মধ্যে টাকা না দিলে ফোনের লাইন কেটে দেবে!

# আজকের জোকস : ১১ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ১০ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ০৯ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ০৮ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ৭ আগস্ট ২০১৫

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।