ধর্ম আমাদেরকে মানবিকতাবোধের শিক্ষা দেয় : প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩২ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৮

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় উদারতা, মানবিকতাবোধ, অসাম্প্রদায়িকতা ও সহিষ্ণুতা। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সন্ধায় অ্যাড. জিল্লুর রহমান মিলনায়তনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব-২০১৮ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা আইনজীবী সমিতি এ আলোচনা সভা আয়োজন করে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, আবহমানকাল থেকে আমাদের দেশে বিভিন্ন জাতি-গোষ্ঠী ও ধর্মের মানুষ পারস্পরিক সহমর্মিতা, হৃদ্যতা ও মমত্ববোধের সঙ্গে মিলেমিশে বাস করে আসছে। সব ধর্মের মিলিত ও সংস্কৃতিই আমাদের বাঙালি সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠিত। সুদীর্ঘকাল সাম্প্রদায়িক সম্প্রীতির সুমহান এ ঐতিহ্য আমাদের সবাইকে ধারণ করতে হবে।

তিনি বলেন, পৃথিবীতে যখন অন্যায়, জুলুম, অত্যাচার, নির্যাতন বেড়ে যায় তখনই সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য বিভিন্ন অবতাররূপে শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। তার জীবনী পাঠ ও তার দর্শন মানব ও বিশ্ব সমাজকে ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধনে আবদ্ধ করার শিক্ষা দেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতি গোলাম মোস্তফা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জজসহ অন্যান্য বিচারকগণ। এ ছাড়াও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এফএইচ/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।