রাজন হত্যার বিচারে বিশেষ ট্রাইব্যুনালের প্রয়োজন নেই : আইনমন্ত্রী


প্রকাশিত: ০৬:০১ এএম, ১২ আগস্ট ২০১৫

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট মো. আনিসুল হক বলেছেন, শিশু সামিউল আলম রাজন হত্যার বিচারে নতুন করে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজন নেই। বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে রেজিস্ট্রেশন ম্যানুয়াল-২০১৪ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করেন।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে নারী-শিশুদের জন্য ট্রাইব্যুনাল রয়েছে, যে কারণে এ মামলার বিচারে নতুন করে ট্রাইব্যুনাল গঠনের দরকার নেই। এছাড়া রাজন হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাখিল করা হতে পারে বলে জানান তিনি।
 
রাজন হত্যা মামলার অন্যতম আসামি কামরুল ইসলাম পলাতক থাকার বিষয়ে এক প্রশ্নে আইনমন্ত্রী বলেন, তিনি পলাতক থাকলেও বিচার প্রক্রিয়া শুরুর ক্ষেত্রে কোনো বাধা নেই। বিচার শুরু করার জন্য যে তাকে উপস্থিত থাকতে হবে বিষয়টি কিন্তু এমন নয়। তবে চার্জশিট দাখিলের পর এ তাকে দেশে ফিরিয়ে আনতে কোনো আইনগত বাধা থাকবে না বলেও জানান মন্ত্রী।

এদিকে বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে আনিসুল হক ‘নো  কমেন্টস, বলে তা এড়িয়ে যান।

এ সময় উপস্থিত ছিলেন আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিব মোহাম্মদ শহিদুল হক, নিবন্ধন পরিদফতরের মহাপরিদর্শক খান মো: আব্দুল মান্নান।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।