শ্রম আইনের যুগোপযোগী সংশোধন দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৮

শ্রমিকের অধিকার রক্ষায় বর্তমান শ্রম আইনের যুগোপযোগী সংশোধনের দাবি জানিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শ্রম শক্তির পরিমাণ বিবেচনা করলে আমাদের দেশ শ্রম শক্তির দেশ। দেশের এ শ্রম শক্তি কাজ করে কৃষি, শিল্প ও সেবা খাতে। এ ছাড়া একটি বড় অংশ কাজ করে দেশের বাহিরে। দেশের অর্থনীতিতে প্রবাসীদের রয়েছে বিশাল অবদান। এক সময় কৃষি ছিল আমাদের প্রধান খাত। কিন্তু ক্রমাগত শিল্পায়নের ফলে শিল্পের অবদান এবং দেশ শিল্প শ্রমিকদের সংখ্যা দুইটিই বাড়ছে।

তারা বলেন, শ্রমিক সংগঠনগুলোর মতামতের তোয়াক্কা না করেই ২০০৬ সালে ভিন্ন ২৫টি আইনকে একত্রিত করে শ্রম আইন ২০০৬ প্রবর্তন করা হয় । শ্রমিকের সংজ্ঞা, চাকরিতে নিয়োগ, ছাঁটাই, বরখাস্ত, কর্মঘণ্টা, নারী শ্রমিকের মার্তৃত্বকালীন অধিকার, ট্রেড ইউনিয়নের অধিকারসহ ২১টি বিষয়ে ২১ অধ্যায় এবং ৩৫৪টি ধারা সন্নিবেশিত হয়ে প্রবর্তিত হয়েছিল শ্রম আইন ২০০৬। শ্রম আইন প্রবর্তনের পর থেকেই শ্রমিক স্বার্থ বিরোধী ধারা নিয়ে শ্রমিক সংগঠনগুলো প্রতিবাদ করতে থাকে।

শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়ক নইমুল আহসান জুয়েলের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সদস্য ও বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এএস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।