নয়াপল্টনে কোকোর দোয়া মাহফিল বিকেলে


প্রকাশিত: ০৪:২৪ এএম, ১২ আগস্ট ২০১৫

বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল বুধবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। নয়াপল্টন কার্যালয়ের নীচ তলায় বিকেল ৫টায় অনুষ্ঠিত হতে যাওয়া এ দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

দলের সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি ও তার সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীকে দোয়া মাহফিলে অংশ নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি (শনিবার) দুপুর সাড়ে ১২টায় মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান কোকো। মৃত্যুকালে কোকোর বয়স হয়েছিল ৪৫ বছর। দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে তিনি কুয়ালালামপুরের একটি বাড়িতে ভাড়া থাকতেন।

এমএম/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।