নিখোঁজের ১১ ঘণ্টা পর নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার
মানিকগঞ্জ শহরের বেউথা এলাকায় নির্মাণাধীন ব্রিজের ওপর থেকে কালীগঙ্গা নদীতে পড়ে মশিউর রহমান (২২) নামের এক নির্মাণ শ্রমিক নিখোঁজ হয়। নিখোঁজের ১১ ঘণ্টা পর বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের এনামুল হকের ছেলে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ডেপুটি সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে কাজ করার সময় মশিউর বিদ্যুতায়িত হয়ে ব্রিজ থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। খরব পেয়ে রাতেই মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল মশিউরকে উদ্ধারের চেষ্টা করে।
পরে বুধবার সকালে ঢাকা থেকে আরেকটি সাত সদস্য ডুবুরি দল এই অভিযানে অংশ নেয়। সকাল ৯টার দিকে নিখোঁজের ১১ ঘণ্টা পর ডুবুরি দলের সদস্যরা তার মরদেহ পিলারের নিচ থেকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ মশিউরের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ হাসপাতালে পাঠিয়েছে।
এসএস/এমএস