বাণী-বচন : ১২ আগস্ট ২০১৫

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০১:৫৯ এএম, ১২ আগস্ট ২০১৫

বিদ্যা

বিদ্যান্বেষেশনের  জন্য যদি সুদূর চীনেও যেতে হয় তবুও সেখানে যাও। - আল হাদীস

পুঁথিতে যে বিদ্যা থাকে আর আর পরের হাতে যে ধন থাকে দুটিই সমান। - চাণক্য পণ্ডিত

যুদ্ধ করার চেয়ে সন্ধি করার বিদ্যাটা ঢের বেশি দুরুহ। - রবীন্দ্রনাথ ঠাকুর

বিদ্যার মতো চক্ষু আর নেই, সত্যের চেয়ে বড় তপস্যা আর নেই, আসক্তির চেয়ে বড় দুঃখ নেই, ত্যাগের চেয়ে সুখ আর কিছুতেই নেই। বিদ্বানের কলমের কালি শহীদের রঙ্কের চেয়েও পবিত্র। - আল হাদিস

বচন
যার কাজ তারে সাজে
অন্য লোকের লাঠি বাজে
অর্থ : একজনের কাজ অন্যজনে করতে গিয়ে সমস্যা পাকিয়ে ফেলে- এ কথা বোঝাতে বলা হয়।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।