প্রধানমন্ত্রীর অনুদান পেলেন ১২ জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৮
ফাইল ছবি

বিএনপি-জামায়াতের পেট্রল বোমায় আহতদের পরিবার, গুরুতর অসুস্থ দলীয় নেতাকর্মী, দুই সাবেক জাতীয় ফুটবলার ও আইন-শৃঙ্খলা বাহিনীর নিহত সদস্যদের পরিবারসহ মোট ১২ জনকে এক কোটি ৭৫ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের পরিবারের সদস্যদের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন তিনি।

অনুদানপ্রাপ্তদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসরিন বেগমের স্বামী জজ মিয়া ২০১৪ সালে বিএনপি-জামায়াতের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হয়ে এখনও চিকিৎসাধীন আছেন। তিনি ট্রাকের হেলপার ছিলেন।

একই জেলার সরাইলের সালাম বেগমের স্বামী মন মিয়া ছিলেন ট্রাক চালক। তিনিও পেট্রলবোমায় আহত হয়েছিলেন।

অপরদিকে বিনা পারভীনের স্বামী মো. জালালউদ্দিন ছিলেন ডিবি পুলিশের পরিদর্শক। অবৈধ অস্ত্র উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসীদের গুলি মাথায় বিদ্ধ হয়ে মারা যান তিনি।

এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য অসুস্থ ফজলুর রহমান ও আবাহনী লিমিটেডের সাবেক ফুটবলার শেখ আশরাফ আলীকেও আজ আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এইউএ/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।