নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪৭


প্রকাশিত: ০৮:২৮ পিএম, ১১ আগস্ট ২০১৫

নাইজেরিয়া উত্তরাঞ্চলীয় প্রদেশ বর্নোর সাবোন গারি শহরের একটি মার্কেটে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত শতাধিক।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এক নারী আত্মঘাতী এ হামলা চালিয়েছে।

ধারণা করা হচ্ছে, পশ্চিম আফ্রিকার জঙ্গি সংগঠন বোকো হারাম এ হামলায় জড়িত থাকতে পারে। তবে সংগঠনটির পক্ষ থেকে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।