বুধবার সিলেট-ঢাকা রুটে বাস ধর্মঘট
রাজধানীর সায়েদাবাদে বাসচালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে সিলেট-ঢাকা মহাসড়কে বুধবার সকাল-সন্ধ্যা বাস ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।
জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে বাস ছাড়তে দেরি হওয়ায় সায়েদাবাদে বাস টার্মিনালে সিলেটগামী শ্যামলী পরিবহনের বাসচালক বাবুল চন্দ্র দেবকে পিটিয়ে হত্যা করে যাত্রীরা।
বাবুলের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। এরই প্রতিবাদে বুধবার ঢাকা-সিলেট রুটে বুধবার সকাল-সন্ধ্যা বাস ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার সিলেট থেকে কোনো বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে না। ঢাকা থেকেও কোনো বাস সিলেটে প্রবেশ করবে না। তবে জেলার অন্যান্য রুটে বাস চলাচল স্বাভাবিক থাকবে।
বিএ