মুক্তি পেলেন সাংবাদিক ইয়াহিয়া
দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় রাজশাহীর সাংবাদিক ইয়াহিয়া সরকার বেকসুর খালাস পেয়েছেন। মঙ্গলবার দুপুর ৩টার দিকে রাজশাহী চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মকসেদা আসগর এ রায় প্রদান করেন।
মামলার এজাহার ও আসামিপক্ষের আইনজীবী শিরাজী শওকত সালেহীন এলেন জানান, দীর্ঘ ১৩ বছর আগে নগরীর উপশহর এলাকার সেক্টর নং ৩ ও ৩৪ নম্বরের একটি ভাড়া বাড়িতে বিদ্যুৎ চুরির ঘটনায় অভিযোগ দায়ের করেন বাড়ির ভাড়াটিয়া সাংবাদিক ইয়াহিয়া সরকার। এ ঘটনার জের ধরে তিনি বাড়ির কেয়ারটেকার মাজদার স্থানীয় কয়েকজন সন্ত্রাসীদের দিয়ে ইয়াহিয়ার উপর হামলা চালায়।
পরে তিনি ২০০২ সালের ১৪ অক্টোবর রাজশাহী দ্রুত বিচার আদালতে ওই আইনে বাড়ির কেয়ারটেকার মাজদার, বাড়ির মালিক পরিচয় দানকারী ডা. শাইলা, মিজানসহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলাটি বোয়ালিয়া মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম মামলাটি তদন্ত করেন। পরে তিনি ও তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক তার দায়েরকৃত মামলাটি মিথ্যা প্রমাণ করে মামলার বাদী ইয়াহিয়া সরকারের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের ২১১ ধারায় অপর একটি মামলা দায়ের করে তাকে গ্রেফতার করেন।
এ ঘটনায় তার আইনজীবী হাইকোর্টে মামলাটির স্থগিতাদেশ চেয়ে জামিনের প্রার্থনা করেন। শুনানি শেষে মামলাটির সকল কার্যক্রম স্থগিতসহ তাকে জামিন প্রদান করে হাইকোর্ট।
এদিকে, দীর্ঘ ১৩ বছর পর পুনরায় হাইকোর্ট থেকে মামলাটির নিষ্পত্তির জন্য রাজশাহীর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ পাঠিয়ে দেয়া হয়। পরে তিন মাস মামলাটির সাক্ষিগ্রহণ শেষে তার বিরুদ্ধে সকল অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে ওই মামলা থেকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।
আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মোজাম্মেল হক, শিরাজী শওকত সালেহীন এলেন, মতিন ও আশিকুর রহমান খান।
শাহরিয়ার অনতু/এআরএ/এমআরআই