টিনবারজেন অ্যাওয়ার্ড পেলেন ঢাবি শিক্ষক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের প্রভাষক আজমেরী জামান ২০১৫ সালের ‘ISI Jan Tinbergen Awards Competition for young statisticians from developing countries’ এ প্রথমস্থান লাভ করার গৌরব অর্জন করেছেন। তার লিখিত "A Bias-Corrected Approach to Rotnitzky Jewell Criteria for Appropriate Correlation Structure Selection in Generalized Estimating Equations” শিরোনামের গবেষণা পত্রের জন্য তিনি এই পুরস্কার অর্জন করেন।
পরিসংখ্যান গবেষণা ও ইনস্টিটিউটের প্রফেসর ড. মাহবুব লতিফের তত্ত্বাবধানে পরিচালিত এই গবেষণা কর্মে সহ-গবেষক হিসেবে যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পিটসবার্গের প্রফেসর আব্দুস এস. ওয়াহেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান, প্রাণ পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. ওয়াসিমুল বারী।
অর্থনীতিতে ১৯৬৯ সালের নোবেল পুরস্কার বিজয়ী বিখ্যাত ডাচ অর্থনীতিবিদ Jan Tinbergen (১৯০৩-১৯১৪)-এর নামে Jan Tinbergen Awardsটির নাম করণ করা হয়। প্রত্যেক প্রতিযোগিতায় তিন জনকে এ পুরস্কার প্রদান করা হয়।
নগদ অর্থের পাশাপাশি ডাচ ‘Stichting Internationaal Statistisch Studiefonds’ এর সহযোগিতায় প্রত্যেক বিজয়ী পরবর্তী বছরে ISI World Statistics Congress এ অংশ নিয়ে তাদের গবেষণা পত্র উপস্থাপনের সুযোগ পায়।
আজমেরী জামান ২৬-৩১ জুলাই ২০১৫ ব্রাজিলেররিও-ডি জেনিরোতে অনুষ্ঠিত ৬০তম ISI World Statistics Congress এ তার গবেষণা পত্র উপস্থাপন করেন।
উল্লেখ্য, আজমেরী জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট থেকে ফলিত পরিসংখ্যান বিষয়ে স্নাতক (২০১২) ও স্নাতকোত্তর (২০১৩) ডিগ্রী অর্জন করেন।
এমএইচ/আরএস/এমআরআই