২০২০ সালের মধ্যে ভারত দখল করবে আইএস!


প্রকাশিত: ০২:১৪ পিএম, ১১ আগস্ট ২০১৫

ভারতসহ বিশ্বের বিস্তীর্ণ অঞ্চল নিজেদের দখলে আনবে ইসলামিক স্টেট (অাইএস) জঙ্গিরা। আর এ কাজটি তারা করবে ২০২০ সালের মধ্যে। সম্প্রতি আইএস জঙ্গিদের আঁকা এরকম একটি মানচিত্র প্রকাশ পেয়েছে। এরপরই বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

আইএসের ওই মানচিত্রে দেখানো হয়েছে, পশ্চিমে স্পেন থেকে পূর্বে চীন পর্যন্ত তারা নিজেদের নিয়ন্ত্রণে আনবে। বিস্তীর্ণ ওই অঞ্চলের মধ্যে রয়েছে ভারতীয় উপমহাদেশ, মধ্য এশিয়া, উত্তর আফ্রিকা এবং ইউরোপের একাংশ।

মানচিত্রে এসব দেশের নামকরণও আইএস জঙ্গিরা ইতোমধ্যে করে ফেলেছে। সেখানে ভারতীয় উপমহাদেশের নামকরণ করা হয়েছে `খুরাসান`। স্পেন, পর্তুগাল ও ফ্রান্সের নাম একত্রে দেওয়া হয়েছে `আন্দালুস`।

ইসলামিক স্টেট জঙ্গিদের কার্যক্রম সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। ইরাকের তিকরিত-রামাদি-মসুল ও সিরিয়ার পালমিরা দখলের মাধ্যমে ইরাক ও সিরিয়ার অর্ধেক অংশই দখল করে নিয়েছে আইএস। এভাবে বিশ্বের বিভিন্ন দেশে আইএসের কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে। এরপর বিশ্লেষকদের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে, তবে কী এবার ভারতীয় উপমহাদেশে আইএস জঙ্গিরা তাদের রাজ্যের বিস্তৃতি ঘটাতে চায়?

এসআইএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।