খুলনায় বিএনপির আরো ৮ নেতাকর্মীকে জেলে প্রেরণ


প্রকাশিত: ১২:৩৬ পিএম, ১১ আগস্ট ২০১৫
প্রতীকী ছবি

৫ জানুয়ারির পরবর্তী সময়ে ২০ দলের চলা গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের দায়ের করা ২ মামলায় খুলনার খালিশপুরের ৮ নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
 
মঙ্গলবার সকালে মহানগর দায়রা জজ সাইদুর রহমানের আদালতে হাজির হয়ে হাসান মাহমুদ শান্ত, জাফর, নরিুল ইসলাম, মফিজুর রহমান মফিজ, হেদায়েতুল্লাহ শেখ, নয়ন চৌধুরী, সুমন হাওলাদার ও ইসতিয়াক হোসেন জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলে প্রেরণ করেন।

আসামিপক্ষে আদালতে অ্যাডভোকেট মোহাম্মাদ আলী বাবুর নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।  এদিকে নেতাকর্মীদের আদালতে আত্মসর্ম্পণের সময়ে উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক সিটি মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, জাফরুল্লাহ খান সাচ্চু, শেখ মোশাররফ হোসেন, জাহিদুল ইসলাম, ফখরুল আলম, আসাদুজ্জামান মুরাদ, আরিফুর রহমান মিঠু, শাহিনুল ইসলাম পাখি প্রমুখ।

আলমগীর হান্নান/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।