বিপুল উৎসাহ উদ্দীপনায় পালিত হবে শেখ হাসিনার জন্মদিন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৮
ফাইল ছবি

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বর। এবারে জন্মদিনটি বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপন করবে আওয়ামী লীগ।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর মিটিং শেষে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করেন। এ সময় আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, ২৮ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ সারাদেশের মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। এ ছাড়া, মন্দির, গীর্জাসহ অন্যান্য উপসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। সারাদেশে ইউনিয়ন পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে।

ওইদিন সকাল ১০টায় বঙ্গবন্ধু জাদুঘরের সামনে ১০০টি রিক্সা ভ্যান বিতরণ, ১১টায় আজিমপুরে খাদ্য বিতরণ, অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও পুস্তক বিতরণ, দেশব্যাপী আনন্দ র‌্যালি, চারুকলায় স্কুল শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা ও বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর এবারের জন্মদিন, অসহায়, গরীব ও দুঃখী মানুষদের জন্য উৎসর্গ করা হবে বলে জানান ওবায়দুল কাদের।

উল্লেখ্য, এবারের জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্টে অবস্থান করবেন।

এফএইচএস/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।