স্পিকারের সঙ্গে বেলজিয়ামের রাষ্ট্রদূতের সাক্ষাত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৮

স্পিকার শিরীন শারমিন চৌধুরী এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদাত হোসেন। বৃহস্পতিবার স্পিকারের সংসদের কার্যালয়ে তিনি সাক্ষাত করেন।

সাক্ষাৎকালে তারা আসন্ন দশম এশিয়া- ইউরোপীয় পার্লামেন্টারি পার্টনারশিপ মিটিং এ বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি দলের অংশ নেয়া বিষয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, চলতি বছর ২৭-২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এশিয়া- ইউরোপীয় পার্লামেন্টারি পার্টনারশিপ মিটিং বাংলাদেশ যথাযথ গুরুত্ব সহকারে বিবেচনা করছে। তার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল মিটিং এ যোগ দেবে মর্মে তিনি রাষ্ট্রদূতকে অবহিত করেন।

রাষ্ট্রদূত এশিয়া- ইউরোপীয় পার্লামেন্টারি পার্টনারশি মিটিং এর প্রস্তুতি স্পিকারকে অবগত করেন। মিটিং এ স্পিকার যোগ দিবে জেনে তাকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত।

এইচএস/এমআরএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।