ঢাকায় পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৮

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) অফিস আদেশে তাদের বদলি করা হয়।

আদেশে মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদ্য ডিসি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. জসীম উদ্দীন মোল্লাকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

পৃথক এক আদেশে পুলিশের প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্সের এডিসি শাহেন শাহ্কে মিরপুর জোনের এডিসি, ডিএমপির এডিসি মোল্লা তবিবুর রহমানকে প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগে বদলি করা হয়েছে।

আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশনা দেয়া হয়েছে।

এআর/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।