পাবনা পাসপোর্ট অফিসে ৭ দালালের কারাদণ্ড


প্রকাশিত: ১১:২৯ এএম, ১১ আগস্ট ২০১৫

পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৭ দালালকে আটকের পর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

দন্ডপ্রাপ্ত দালালরা হলেন, পাবনা পৌর সদরের কৃষ্ণপুর এলাকার আতিয়ার হোসেনের ছেলে মনোয়ার হোসেন, চক ছাতিয়ানি মহল্লার মোক্তার হোসেনের ছেলে রিপন হোসেন, একই মহল্লার ইব্রাহীম শেখের ছেলে উজ্জ্বল শেখ, আব্দুস সালামের ছেলে সাইফুল ইসলাম, ওবায়দুল হকের ছেলে ওহিদুল ইসলাম, চাদমারী মহল্লার আকরাম হোসেনের ছেলে তপু হোসেন, কলাবাগান মাঠপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে মিলন শেখ।

পাবনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোমিনুল করিম জানান, জেলার বিভিন্ন এলাকা থেকে পাসপোর্ট করতে যাওয়া লোকজনকে বিভিন্নভাবে হয়রানি ও কাগজপত্র ছিনিয়ে নিয়ে জিম্মি করে টাকা আদায় করে আসছিল একটি সংঘবদ্ধ দালাল চক্র। দীর্ঘদিন ধরে তাদের খপ্পড়ে পড়ে অসহায় হয়ে পড়ে ভুক্তভোগীরা। এসকল অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৭ দালালকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট পিংকি সাহা এবং উম্মে সালমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠান।

একে জামান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।