জিপিও থেকে ১৯৩ কেজি এনপিএস জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৮

বাংলাদেশ ডাক বিভাগের প্রধান কার্য্যালয় গুলিস্তানের জিপিও থেকে ১৯৩ কেজি নতুন মাদক নিউ সাইকোট্রফিক সাবসটেনসেস (এনপিএস) বা খাত জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বুধবার সন্ধ্যায় জিপিওর বৈদেশিক পার্সেল শাখা থেকে খাতের এই চালানটি জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আবুল কাশেম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ১৫টি কার্টন ভর্তি ১৯৩ কেজি খাতের এই চালানটি জব্দ করা হয়েছে। মাদকগুলো ‘গ্রিন টি’ হিসেবে আফ্রিকার কয়েকটি দেশ থেকে ডাকযোগে বাংলাদেশে আসে।

তিনি আরও বলেন, কোন ঠিকানায়, কার নামে মাদকগুলো আনা হয়েছে বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

এআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।